Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ব্যর্থতার দায় নিয়ে মেক্সিকো কোচের পদত্যাগ

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ডিসেম্বর ১, ২০২২, ০৪:০৭ পিএম


ব্যর্থতার দায় নিয়ে মেক্সিকো কোচের পদত্যাগ

বিশ্বমঞ্চে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন মেক্সিকোর আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো। গত সাত আসরে কখনোই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ যায়নি মেক্সিকো। এই পরিস্থিতির দায় নিয়ে পদত্যাগ করেন তিনি।

মরুর বুকে প্রথম বিশ্বকাপে শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয় পেলেও গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে মেক্সিকো। পোল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান ৪ থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়েছে মেক্সিকো।

সংবাদ সম্মেলনে ব্যর্থতার কথা স্বীকার করে কোচ টাটা মার্টিনো বলেন, প্রথমত; এই ব্যর্থতা ও হতাশার জন্য আমি দায়ী। বিশ্বকাপ থেকে এভাবে ফিরে যাওয়াটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আমার চুক্তিও শেষ!

এবি

Link copied!