Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

‌ভেঙে ফেলা হবে বিশ্বকাপের স্টেডিয়াম ৯৭৪

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২২, ০৩:৫৩ পিএম


‌ভেঙে ফেলা হবে বিশ্বকাপের স্টেডিয়াম ৯৭৪

চলমান কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চারটি দল। আজ শেষ আটে ওঠার লড়েইয়ে মাঠে নামবে আরও চার দল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জাপান-ক্রোয়েশিয়া। অপর ম্যাচে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশ সময় রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪ এ গড়াবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার ম্যাচটি। স্টেডিয়ামটিতে এটাই হবে শেষ ম্যাচ। এর পর আর কখনো এই স্টেডিয়ামে কোনও খেলা হবে না। খেলা হবেই বা কি করে, আজকের এই ম্যাচের পর ভেঙে ফেলা হবে স্টেডিয়াম ৯৭৪ । এর কারণ ব্যাখার আগে চলুন জেনে নেই স্টেডিয়ামটি সম্পর্কে।

ফিফার ২২তম আসরের জন্য আটটি ভেন্যু তৈরি করেছে কাতার। এর মধ্যে অন্যতম ‘স্টেডিয়াম নাইন সেভেন ফোর’। কিন্তু কেন এমন নাম দেয়া হলো?

কাতারের ডায়ালিং কোড নম্বর হচ্ছে, নাইন সেভেন ফোর-৯৭৪। তাই স্টেডিয়ামটি তৈরিতেও ৯৭৪টি কনটেইনার ব্যাবহার করা হয়েছে। আর এই কারণেই এর নামকরণ করা হয় ‘স্টেডিয়াম নাইন সেভেন ফোর’। ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার এ ম্যাচসহ মোট সাতটি খেলা হচ্ছে এই স্টেডিয়ামে। স্টেডিয়ামটিতে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগালসহ অনেক দলই খেলেছে।

এবার জেনে নেই ভাঙার কারণ। কাতারের সামুদ্রিক এলাকার পাশেই অবস্থিত এই স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ৪০ হাজার। ৯৭৪টা কনটেইনার দিয়ে এটিকে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম অস্থায়ী স্টেডিয়াম।

মডিউলার স্টিল ও শিপিং কন্টেনার দিয়ে তৈরির কারণেই বিশ্বকাপের শেষে সহজেই ভেঙে ফেলা যাবে এই স্টেডিয়াম। স্টেডিয়াম ভাঙার সময় যাতে দূষণ না হয়, তা আলাদা ভাবনাও নিয়েছে কাতার প্রশাসন। এমনকি প্রয়োজনে ওই কন্টেনার পুনরায় ব্যবহারও করা যাবে। এমনি চাইলে অন্য দেশেও স্থানান্তর করা যাবে।

এসএম

Link copied!