Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কাতার বিশ্বকাপ

অভিষেকে হ্যাটট্রিক, গোল উৎসবে মেতে শেষ আটে পর্তুগাল

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৭, ২০২২, ০১:৩০ পিএম


অভিষেকে হ্যাটট্রিক, গোল উৎসবে মেতে শেষ আটে পর্তুগাল

১৮ বছর পর এই প্রথম শুরুর একাদশে রাখা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ফর্মহীনতায় ভোগা সিআর সেভেনকে ছাড়াই গোল উৎসবে মেতে উঠল পর্তুগিজরা। রামোসের হ্যাট্রিকে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৬-১ গোলের বিশাল জয় পেয়েতারা শেষ আট নিশ্চিত করে ফেলেছে। সুইজারল্যান্ডের বিরুদ্ধে রামোস প্রথম গোলটি করেন ১৭ মিনিটে, পরের গোল দুটি তিনি যথাক্রমে ৫১ ও ৬৭ মিনিটে করেন।

কাতার বিশ্বকাপে মঙ্গলবার (৬ নভেম্বর) কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলতে নামে পর্তুগাল ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। সুইজারল্যান্ডের জালে বল দুটি পাঠান রামোস ও পেপে।
আগামী শনিবার (১০ ডিসেম্বর) শেষ আটে তাদের প্রতিপক্ষ মরক্কো।

দলের অধিনায়ক এবং আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গা হয়নি শুরুর একাদশে।হ্যাট্রিকের পর ম্যাচের ৬৮ মিনিটের সময় রামোসের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় রোনালদোকে।

রোনালদোর জায়গায় সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে দলকে নেতৃত্ব দেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে রোনালদোকে প্রথম ৬৮ মিনিট বেঞ্চে রেখেছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।

চলতি মৌসুমে শুরু থেকেই মাঠে সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর। পারফরম্যান্সে বয়সের ছাপ স্পষ্ট। বিশ্বকাপের আগে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও শুরুর একাদশে জায়গা হারান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

ম্যাচের ৫৮ মিনিটে এক গোল পরিশোধ করে সুইজারল্যান্ড। কর্নার থেকে সতীর্থের মাথায় লেগে বল আসে আকাঞ্জির সামনে। বাঁ পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি।

সতীর্থের পাস থেকে বল পেয়ে তীব্র গতিতে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় নিখুঁত শটে বল জালে পাঠান। গোলকিপারের কিছুই করার ছিল না। ৭৪তম মিনিট বদলি হিসেবে নামানো হয় রোনালদোকে। ৮৪তম মিনিটে গোলকিপারকে একা পেয়ে বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপর মুহুর্মুহু আক্রমণ চালিয়েছেন রোনালদো। কিন্তু গোল পাননি। যোগ করা সময়ের প্রথম মিনিটে ৬ষ্ঠ গোলটি করেন রাফায়েল লিয়াও। প্রতিআক্রমণ থেকে বল পায়ে ছুটতে ছুটতে দূরপাল্লার শটে স্কোরলাইন ৬-১ করে ফেলেন। বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

টিএইচ

Link copied!