Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এবার ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৭, ২০২২, ০৫:৪৫ পিএম


এবার ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ছিলেন ইডেন হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এক প্রকার আড়ালেই চলে যান এই বেলজিয়ান ফরোয়ার্ড। ফর্মহীনতায় থাকা হ্যাজার্ডকে নিয়েই বিশ্বকাপ খেলতে গিয়েছিল বেলজিয়াম। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বেলজিয়ামকে। খবর: বিবিসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এবার ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে সমর্থকদের নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

ইনস্টাগ্রামে হ্যাজার্ড লিখেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ ২০০৮ সাল থেকে যে আনন্দ আপনারা আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন, তার জন্যও। আমি আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানা সিদ্ধান্ত নিয়েছি। উত্তরসূরিরা প্রস্তুত। আমি আপনাদের মিস করবো।’

এর আগে বেলজিয়ামের টুর্নামেন্ট শেষ হওয়ার পর কোচ রবার্তো মার্তিনেজ তার দায়িত্ব ছাড়েন। হ্যাজার্ডের অবসর ঘোষণার পর বেলজিয়ামের অফিসিয়াল টুইটারে শুভ কামনা জানিয়ে লিখেন, ‘শুভকামনা অধিনায়ক ইডেন হ্যাজার্ড।’

কাতার বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেন ৩১ বছর বয়সী হ্যাজার্ড। সাম্প্রতিক সময়ে বেলজিয়ামের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি। ২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর বেলজিয়ামের জার্সিতে ১২৬ ম্যাচে করেন ৩৩ গোল।

এসএম

Link copied!