Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সেমিফাইনালে আর্জেন্টিনাকে আটকে দেয়ার হুঙ্কার ক্রোয়েশিয়ার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২২, ০৬:৩১ পিএম


সেমিফাইনালে আর্জেন্টিনাকে আটকে দেয়ার হুঙ্কার ক্রোয়েশিয়ার

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। ফাইনালে উঠার লক্ষ্যে মেসিদের বিপক্ষে লড়তে হবে তাদের। সেমিফাইনাল ম্যাচের আগে ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচ জানান, মেসি নয়-পুরো আর্জেন্টিনা দলকেই আটকে দেয়ার পরিকল্পনা করছে তারা।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত সেমিফাইনালে পা রাখে ক্রোয়েশিয়া। সেমিতে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠার অপেক্ষায় ক্রোয়াটরা।

প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা তখন মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনা করে থাকে সব দেশই। তবে পেতকোভিচ জানান, মেসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই তাদের। শুধু মাত্র মেসি নয়, বরং পুরো আর্জেন্টিনা দলকেই আটকানোর পরিকল্পনা করছে ক্রোয়েশিয়া।

পেতকোভিচ বলেন, ‘শুধু মাত্র মেসিকে আটকানোর কোনো পরিকল্পনা করিনি। সাধারণত একক কোনো খেলোয়াড়কে আটকানোয় নয় বরং পুরো দলকে থামানোয় মনোযোগ দিই আমরা।’

আর্জেন্টিনাতে মেসি ছাড়াও আরও ভালো মানের ফুটবলার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দল হিসেবে আমরা আর্জেন্টিনাকে থামানোর চেষ্টা করব। ম্যান-মার্কিং করে নয়। দলটিতে শুধু মেসি নন আরও বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে। ম্যাচে পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে।’ সূত্র : রয়টার্স 

এসএম

Link copied!