Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রাম টেস্ট

ভারতের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২২, ১০:৩২ এএম


ভারতের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে বোলিং করছে স্বাগতিক বাংলাদেশ।

এ ম্যাচে অভিষেক হয়েছে বাঁ-হাতি ব্যাটার জাকির হাসানের। দেশের ১০১তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো জাকিরের।

চোট শঙ্কা কাটিয়ে খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। স্পিনে সাকিবের সঙ্গী মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস বোলিংয়ে আছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

ভারত একাদশ : লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ। 
 

Link copied!