ডিসেম্বর ১৪, ২০২২, ০৭:২৯ পিএম
বাংলাদেশ সফররত ভারতীয় ক্রিকেট দলকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে আইসিসি থেকে সুখবর পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
বুধবার (১৪ ডিসেম্বর) আইসিসির প্রকাশ করা র্যাঙ্কিংয়ে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব।
অন্যদিকে, তিন ম্যাচ সিরিজের দুটিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্যা সিরিজ জিতে নেওয়া মিরাজ র্যাঙ্কিংয়ে ৩ নম্বর স্থান দখল করে নিয়েছেন। ২৫ বছর বয়সী মিরাজ এবারই প্রথম ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন।
সর্বশেষ হালনাগাদ ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩৮৯ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছেন সাকিব। ৩১০ পয়েন্ট নিয়ে ২ নম্বর অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। মেহেদী হাসান মিরাজ ২৮৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের বিরুদ্ধে ১৪১ রান সংগ্রহ করেছেন এবং নিজের ঝুলিতে পুরেছেন ৪ উইকেট।
এদিকে, ওয়ানডেতে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে স্থান পেয়েছেন সাকিব ও মুস্তাফিজ। ৮ নম্বরে থাকা সাকিবের ৬৫২ রেটিং এবং ৯ নম্বরে থাকা মুস্তাফিজের রেটিং ৬৩৮।
এবি