Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মেসির খেলা দেখে হাততালি দিলেন রোনালদিনহো

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৪, ২০২২, ০৯:২৬ পিএম


মেসির খেলা দেখে হাততালি দিলেন রোনালদিনহো

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া-আর্জেন্টিনার খেলা দেখতে মাঠে গিয়েছিলেন ব্রাজিলের ৫ তারকা ফুটবলার।

নিজের টুইটার অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করেছেন রোনালদিনহো। এতে তার সঙ্গে ব্রাজিলের রবার্তো কার্লোস, কাফু, রোনালদো, দিদাকেও দেখা যায়। খবর মার্কার

মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। পেনাল্টিতে প্রথম গোল দেন মেসি। আর দ্বিতীয় গোল জুলিয়ান আলভারেজকে এসিস্ট করেন মেসি। এ সময় উচ্ছ্বসিত হয়ে হাতে তালি দিতে দিতে দাঁড়িয়ে যান রোনালদিনহো।

এক সময় বার্সেলোনার হয়ে খেলতেন মেসি এবং রোনালদিনহো। মেসির জন্য রোনালদিনহোর এই ভালোবাসা ব্রাজিল-আর্জেন্টিনার ভৌগোলিক সীমানা অতিক্রম করেছে।

এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ খেলেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। তবুও কাপ ঘরে নিতে পারেননি। রোনালদিনহোর মতো অনেক তারকা ফুটবলার চান কাতার বিশ্বকাপে এবার কাপ জিতুক কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।

এবি

Link copied!