Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেসি, রোনাল্ডো না হাকিমি, সবচেয়ে সুন্দরী সঙ্গিনী কার?

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ডিসেম্বর ১৫, ২০২২, ১১:৪০ এএম


মেসি, রোনাল্ডো না হাকিমি, সবচেয়ে সুন্দরী সঙ্গিনী কার?

কাতারের বিশ্বকাপে ফুটবলারদের সঙ্গে গিয়েছেন তাঁদের স্ত্রী, বান্ধবীরাও। মাঠের তারকাদের মাঠের বাইরে থেকে অবিরাম সাহস জুগিয়ে আসছেন তাঁরা। বিশ্বকাপ থেকে কেউ ছিটকে গিয়েছেন, কেউ এখনও রয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে।

মেসি থেকে রোনাল্ডো, হাকিমি কিংবা লেয়ানডস্কি, ফুটবলারদের সঙ্গে বিশ্বকাপ দেখতে যাওয়া তাঁদের সঙ্গিনীরা কিন্তু কম সুন্দর নন। কেউ মডেল, কেউ বা সঙ্গীতশিল্পী। তাঁদের মধ্যে থেকে সেরা ১০ জনকে বেছে নিল আনন্দবাজার অনলাইন।

মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। তাঁর স্ত্রী হিবা আবৌক এক জন স্প্যানিশ মডেল তথা অভিনেত্রী। স্পেনের চলচ্চিত্র জগতে হিবার জনপ্রিয়তা আকাশছোঁয়া। সমাজমাধ্যমে তাঁর ফলোয়ার সংখ্যা ১৪ লাখের বেশি।

মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। তাঁর স্ত্রী হিবা আবৌক এক জন স্প্যানিশ মডেল তথা অভিনেত্রী। স্পেনের চলচ্চিত্র জগতে হিবার জনপ্রিয়তা আকাশছোঁয়া। সমাজমাধ্যমে তাঁর ফলোয়ার সংখ্যা ১৪ লাখের বেশি।

হাকিমি এবং হিবার দুই সন্তান। চলতি বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন হিবা। স্পেনের সিনেমার পাশাপাশি টেলিভিশনেও তাঁর দাপট চোখে পড়ার মতো। একাধিক টেলিভিশন শো এবং স্প্যানিশ ছবিতে দেখা গিয়েছে ৩৬ বছরের এই অভিনেত্রীকে। ২০১৪ সালে তিনি ‘কসমোপলিটান বিউটি অ্যাওয়ার্ডস’ জেতেন।

হাকিমি এবং হিবার দুই সন্তান। চলতি বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন হিবা। স্পেনের সিনেমার পাশাপাশি টেলিভিশনেও তাঁর দাপট চোখে পড়ার মতো। একাধিক টেলিভিশন শো এবং স্প্যানিশ ছবিতে দেখা গিয়েছে ৩৬ বছরের এই অভিনেত্রীকে। ২০১৪ সালে তিনি ‘কসমোপলিটান বিউটি অ্যাওয়ার্ডস’ জেতেন।

বেলজিয়ামের ইয়ানিক ক্যারাসকোর স্ত্রী নোইমি হ্যাপার্ট দেশের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছিলেন। মিস বেলজিয়ামের তকমা পেয়েছিলেন ২০১৩ সালে। একই বছরে ‘মিস ওয়ার্ল্ড’ এবং ‘মিস ইউনিভার্স’-এও তিনি দেশের প্রতিনিধিত্ব করেন।

বেলজিয়ামের ইয়ানিক ক্যারাসকোর স্ত্রী নোইমি হ্যাপার্ট দেশের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছিলেন। মিস বেলজিয়ামের তকমা পেয়েছিলেন ২০১৩ সালে। একই বছরে ‘মিস ওয়ার্ল্ড’ এবং ‘মিস ইউনিভার্স’-এও তিনি দেশের প্রতিনিধিত্ব করেন।

২০১৭ সালে নোইমির সঙ্গে ক্যারাসকোর বিয়ে হয়। তার আগে বেশ কয়েক বছর প্রেম করেছেন তাঁরা। ২০১৬ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করার পর গ্যালারিতে গিয়ে নোইমিকে চুম্বন করেন ক্যারাসকো।

২০১৭ সালে নোইমির সঙ্গে ক্যারাসকোর বিয়ে হয়। তার আগে বেশ কয়েক বছর প্রেম করেছেন তাঁরা। ২০১৬ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করার পর গ্যালারিতে গিয়ে নোইমিকে চুম্বন করেন ক্যারাসকো।

সেরা সুন্দরীদের তালিকায় লিয়োনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ়োকে বাদ দেওয়া চলে না। মেসির ছোটবেলার বন্ধু আন্তোনেল্লা। ২০০৮ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তবে আন্তোনেল্লার ৫ বছর বয়স থেকেই মেসির সঙ্গে তাঁর আলাপ ছিল।

সেরা সুন্দরীদের তালিকায় লিয়োনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ়োকে বাদ দেওয়া চলে না। মেসির ছোটবেলার বন্ধু আন্তোনেল্লা। ২০০৮ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তবে আন্তোনেল্লার ৫ বছর বয়স থেকেই মেসির সঙ্গে তাঁর আলাপ ছিল।

আনুষ্ঠানিক ভাবে মেসি-আন্তোনেল্লার বিয়ে হয় ২০১৭ সালে। তাঁদের তিন সন্তান— থিয়েগো, মাতেও এবং সিরো। আন্তোনেল্লা মডেলিং করেন। মেসির ফুটবল জীবনের যাবতীয় ওঠাপড়ায় ছায়ার মতো পাশে থাকেন তিনি।

আনুষ্ঠানিক ভাবে মেসি-আন্তোনেল্লার বিয়ে হয় ২০১৭ সালে। তাঁদের তিন সন্তান— থিয়েগো, মাতেও এবং সিরো। আন্তোনেল্লা মডেলিং করেন। মেসির ফুটবল জীবনের যাবতীয় ওঠাপড়ায় ছায়ার মতো পাশে থাকেন তিনি।

আর্জেন্টিনার আর এক তারকা ফুটবলার পাওলো ডিবালা। তাঁর বান্ধবী ওরিয়ানা সাবাতিনি, অন্যতম সেরা সুন্দরী। পেশাগত ভাবে সাবাতিনি অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী।

আর্জেন্টিনার আর এক তারকা ফুটবলার পাওলো ডিবালা। তাঁর বান্ধবী ওরিয়ানা সাবাতিনি, অন্যতম সেরা সুন্দরী। পেশাগত ভাবে সাবাতিনি অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী।

আর্জেন্টিনার বিনোদন জগতে সাবাতিনি বেশ জনপ্রিয় নাম। তিনি ঘোষিত ভাবে উভকামী। ২০১৮ সালে তাঁর সঙ্গে ডিবালার সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। তার পর থেকে একসঙ্গে একাধিক বার দেখা গিয়েছে বিনোদন এবং ক্রীড়া জগতের দুই তারকাকে।

আর্জেন্টিনার বিনোদন জগতে সাবাতিনি বেশ জনপ্রিয় নাম। তিনি ঘোষিত ভাবে উভকামী। ২০১৮ সালে তাঁর সঙ্গে ডিবালার সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। তার পর থেকে একসঙ্গে একাধিক বার দেখা গিয়েছে বিনোদন এবং ক্রীড়া জগতের দুই তারকাকে।

আর্জেন্টিনার তারকা ফুটবলার ইউলিয়ান আলভারেসের প্রেমিকা এমিলিয়া ফেরেরো। তিনি হকি খেলেন। পেশাগত ভাবে তিনি শারীরশিক্ষার শিক্ষক। ইনস্টাগ্রামে এমিলিয়ার ফলোয়ার সংখ্যা প্রায় ১ লক্ষ ৭৭ হাজার।

আর্জেন্টিনার তারকা ফুটবলার ইউলিয়ান আলভারেসের প্রেমিকা এমিলিয়া ফেরেরো। তিনি হকি খেলেন। পেশাগত ভাবে তিনি শারীরশিক্ষার শিক্ষক। ইনস্টাগ্রামে এমিলিয়ার ফলোয়ার সংখ্যা প্রায় ১ লক্ষ ৭৭ হাজার।

আলভারেস ইউরোপের ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এমিলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। কাতারে আর্জেন্টিনা এবং আলভারেসের সমর্থনে গলা ফাটাচ্ছেন এমিলিয়া।

আলভারেস ইউরোপের ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এমিলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। কাতারে আর্জেন্টিনা এবং আলভারেসের সমর্থনে গলা ফাটাচ্ছেন এমিলিয়া।

পোল্যান্ডের রবার্ট লেয়ানডস্কির স্ত্রী অ্যানা লেয়ানডস্কা ক্যারাটেতে পারদর্শী। পেশাগত ভাবে পুষ্টিবিদ এবং ক্যারাটে প্রশিক্ষক হিসাবে তাঁর পরিচিতি রয়েছে। ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়।

পোল্যান্ডের রবার্ট লেয়ানডস্কির স্ত্রী অ্যানা লেয়ানডস্কা ক্যারাটেতে পারদর্শী। পেশাগত ভাবে পুষ্টিবিদ এবং ক্যারাটে প্রশিক্ষক হিসাবে তাঁর পরিচিতি রয়েছে। ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়।

মাঠের বাইরে পোলিশ তারকার ছায়াসঙ্গী অ্যানা। ২০১৭ সালে তাঁদের কোল আলো করে আসে প্রথম সন্তান ক্লারা। দ্বিতীয় সন্তানের জন্ম হয় ২০২০ সালে।

মাঠের বাইরে পোলিশ তারকার ছায়াসঙ্গী অ্যানা। ২০১৭ সালে তাঁদের কোল আলো করে আসে প্রথম সন্তান ক্লারা। দ্বিতীয় সন্তানের জন্ম হয় ২০২০ সালে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রেমিকা স্প্যানিশ মডেল জর্জিনা রদ্‌রিগেস। আদতে আর্জেন্টিনার মেয়ে। ২০১৬ সাল থেকে পর্তুগিজ তারকার সঙ্গে সম্পর্কে রয়েছেন জর্জিনা। স্পেনে তাঁর মডেলিং কেরিয়ার তাক লাগানো।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রেমিকা স্প্যানিশ মডেল জর্জিনা রদ্‌রিগেস। আদতে আর্জেন্টিনার মেয়ে। ২০১৬ সাল থেকে পর্তুগিজ তারকার সঙ্গে সম্পর্কে রয়েছেন জর্জিনা। স্পেনে তাঁর মডেলিং কেরিয়ার তাক লাগানো।

২০১৭ সালের নভেম্বরে জর্জিনা-রোনাল্ডোর কন্যাসন্তান জন্ম নেয়। এর পর ২০২২ সালে তাঁদের যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু জন্মের সময়েই মারা যায় তাঁদের শিশুপুত্র। কাতারে রোনাল্ডোর সমর্থনে গলা ফাটাচ্ছিলেন জর্জিনা।

২০১৭ সালের নভেম্বরে জর্জিনা-রোনাল্ডোর কন্যাসন্তান জন্ম নেয়। এর পর ২০২২ সালে তাঁদের যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু জন্মের সময়েই মারা যায় তাঁদের শিশুপুত্র। কাতারে রোনাল্ডোর সমর্থনে গলা ফাটাচ্ছিলেন জর্জিনা।

এ বারের বিশ্বকাপে চমকে দিয়েছে দক্ষিণ কোরিয়া। এশীয় দল হিসাবে তারা গ্রুপ পর্যায়ের খেলাতে হারিয়ে দিয়েছে রোনাল্ডোর পর্তুগালকে। সেই দক্ষিণ কোরীয় দলের তারকা ফুটবলার সন হিউং-মিন। তাঁর প্রেমিকা ইয়ো সো-ইয়ং রয়েছেন সেরা ১০ সুন্দরী সঙ্গিনীর তালিকায়।

এ বারের বিশ্বকাপে চমকে দিয়েছে দক্ষিণ কোরিয়া। এশীয় দল হিসাবে তারা গ্রুপ পর্যায়ের খেলাতে হারিয়ে দিয়েছে রোনাল্ডোর পর্তুগালকে। সেই দক্ষিণ কোরীয় দলের তারকা ফুটবলার সন হিউং-মিন। তাঁর প্রেমিকা ইয়ো সো-ইয়ং রয়েছেন সেরা ১০ সুন্দরী সঙ্গিনীর তালিকায়।

দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের চেনা মুখ ইয়ো সো-ইয়ং। একাধিক ছবি এবং টেলিভিশন শো-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সন হিউং-মিনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের চেনা মুখ ইয়ো সো-ইয়ং। একাধিক ছবি এবং টেলিভিশন শো-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সন হিউং-মিনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি।

ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় ট্যামি আব্রাহাম। তাঁর প্রেমিকা লিয়া মনরো পেশায় মডেল। মডেলিংয়ের পাশাপাশি তিনি ভ্লগিংও করে থাকেন। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।

ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় ট্যামি আব্রাহাম। তাঁর প্রেমিকা লিয়া মনরো পেশায় মডেল। মডেলিংয়ের পাশাপাশি তিনি ভ্লগিংও করে থাকেন। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।

ট্যামির দীর্ঘ দিনের বান্ধবী লিয়া। গ্যালারিতে একাধিক ম্যাচে তাঁকে ইংল্যান্ডের সমর্থনে গলা ফাটাতে দেখা গিয়েছে। ক্লাব ফুটবলেও ট্যামির বান্ধবীকে দেখা গিয়েছে বার বার।

ট্যামির দীর্ঘ দিনের বান্ধবী লিয়া। গ্যালারিতে একাধিক ম্যাচে তাঁকে ইংল্যান্ডের সমর্থনে গলা ফাটাতে দেখা গিয়েছে। ক্লাব ফুটবলেও ট্যামির বান্ধবীকে দেখা গিয়েছে বার বার।

ইংল্যান্ডের আর এক তারকা ফুটবলার কাইল ওয়াকার। তাঁর প্রেমিকাও রয়েছেন বিশ্বকাপের সেরা সুন্দরী সঙ্গিনীদের তালিকায় প্রথম দশে।

ইংল্যান্ডের আর এক তারকা ফুটবলার কাইল ওয়াকার। তাঁর প্রেমিকাও রয়েছেন বিশ্বকাপের সেরা সুন্দরী সঙ্গিনীদের তালিকায় প্রথম দশে।

কাইলের বান্ধবী অ্যানি কিলনার। দীর্ঘ ১২ বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। অনুরাগীদের মধ্যে তারকা এই জুটিকে নিয়ে আগ্রহের শেষ নেই।

কাইলের বান্ধবী অ্যানি কিলনার। দীর্ঘ ১২ বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। অনুরাগীদের মধ্যে তারকা এই জুটিকে নিয়ে আগ্রহের শেষ নেই।

ইএফ

Link copied!