Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

১৫০ রানে অলআউ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২২, ১১:১৫ এএম


১৫০ রানে অলআউ বাংলাদেশ

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এতে ফলো-অনে পড়ে টাইগাররা। কিন্তু বাংলাদেশকে ফলো-অনে পাঠায়নি সফরকারী ভারত। আবারও ব্যাটিংয়ে নেমেছে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ১৩৩ রান করেছিলো বাংলাদেশ। ২ উইকেট হাতে নিয়ে ২৭১ রানে পিছিয়ে ছিলো বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ১৬ ও এবাদত হোসেন ১৩ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন বাকী ২ উইকেটে ১৭ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ। এবাদত ১৭ ও মিরাজ ২৫ রানে আউট হন। 
ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব ৪০ রানে ৫ উইকেট নেন। পেসার মোহাম্মদ সিরাজ ২০ রানে ৩ উইকেট নেন।

Link copied!