Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরখাস্ত হচ্ছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২২, ০১:৩৬ পিএম


বরখাস্ত হচ্ছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা

ইমরান খান প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে নিজের পদ দিয়ে শঙ্কায় ছিলেন রমিজ রাজা। গুঞ্জন উঠেছিল পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব থেকে বরখাস্ত হচ্ছেন সাবেক এই ক্রিকেটার।

এমন গুঞ্জনের পর কেটে গেছে সাত মাস। এখনও পিসিবির দায়িত্বেই রয়েছেন রমিজ। আবারও গুঞ্জন উঠেছে  বরখাস্ত হচ্ছেন তিনি। পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে দেখা যাবে নাজাম শেঠি। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান ক্রিকেট।

প্রতিবেদনে বলা হয়, খুব দ্রুতই পিসিবি থেকে রমিজ রাজাকে বরখাস্ত হবে। তার জায়গা পিসিবির নতুন চেয়ারম্যান হবেন নাজাম শেঠি। শনিবার (১৭ ডিসেম্বর) লাহোরে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন নাজাম। এরপরই রমিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার আগে পিসিবি চেয়ারম্যান ছিলেন নাজাম। কিন্তু ২০১৮ সালে ইমরান প্রধানমন্ত্রী হলে পদত্যাগ করেন তিনি।

২০২১ সালে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেন রমিজ। এরপর থেকে পাকিস্তান ক্রিকেটের একচ্ছত্র অধিপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

টিএইচ

Link copied!