Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

একনজরে কে কবে জিতেছে বিশ্বকাপ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৯, ২০২২, ০৪:৪৩ পিএম


একনজরে কে কবে জিতেছে বিশ্বকাপ

দীর্ঘ ৩৬ বছর পর মেসি জাদুতে সোনালি শিরোপা জিতে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে লে আলবিসেলেস্তেদের শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা অধিনায়ক লিওনেল মেসি। যার সুবাদে নিজেও জিতেছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার গোল্ডেন বলের পুরস্কার।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ফ্রান্স। হাইভোল্টেজ ম্যাচটিতে ছয় গোল হলেও এর ফলাফল আসে টাইব্রেকারে। ১২০ মিনিটের খেলায় উভয় দল একে অপরের জালে তিনটি করে বল জড়ায়।

এতে সমতায় শেষ বাঁশি বাজলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় মেসিরা। এই জয়ে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়।
 
বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত কার ঘরে কতবার গেল সোনার এই ট্রফি দেখে নিন একনজরে:

ব্রাজিল-৫ 
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল এখন পর্যন্ত ব্রাজিল। এর আগে ২১টি ফাইনালের ৭টিতেই খেলেছে তারা। জিতেছে ৫টি শিরোপা। তারাই একমাত্র দল যারা সবগুলো আসরেই অংশ নিয়েছে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে প্রথম শিরোপার স্বাদ পায় সেলেসাওরা। এরপর ১৯৬২ সালে আবারও শিরোপা জয় করে দক্ষিণ আমেরিকার দলটি। ৩য় বারের মত আবারও ১৯৭০ সালে বিশ্বকাপ নিজেদের ঘরে তুলে নেন তারা। এরপর টানা ২৪ বছর শিরোপার স্বাদ না পেলেও ১৯৯৪ সালে কিংবদন্তি রোমারিও জাদুতে ফের সেই স্বাদ পায় তারা। ১৯৯৮ সালের বিশ্বকাপে জিদানের ফ্রান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হলেও ২০০২ সালে নিজেদের পঞ্চম বারের মতো বিশ্বকাপ ঘরে তোলে রোনালদো, রিভালদো, রোনালদিনহো, বেবেতো, রবার্তো কার্লোস, কাফু সমৃদ্ধ ব্রাজিল।

জার্মানি-৪ 
সবচেয়ে বেশি বিশ্বকাপ ফাইনাল খেলা দল জার্মানি। এখন পর্যন্ত ৮বার ফাইনাল খেলেছে দলটি। ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে প্রথম শিরোপার স্বাদ পায় জার্মানরা। এরপর ২০ বছর পর ১৯৭৪ সালের বিশ্বকাপে জার্মানদের হাতে উঠে শিরোপা। ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তোলে জার্মানরা। সর্বশেষ ২০১৪ সালে ২৪ বছর পর নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয় করে তারা।

ইতালি-৪ 
ছয়বার বিশ্বকাপ ফাইনাল খেলে ৪ বার শিরোপা জয় করে ব্রাজিল-জার্মানির পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সেরা সফল দলের তালিকায় ইতালি। ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুই বিশ্বকাপের ফাইনালে খেলে নিজের ঘরে কাপ তুলে নেন তারা। এরপর তৃতীয় শিরোপা জিততে ৪৪ বছর অপেক্ষায় থাকতে হয় ইতালিকে। ১৯৮২ সালের বিশ্বকাপ ফাইনালে তারা পশ্চিম জার্মানিকে হারিয়ে তৃতীয় শিরোপা জিতে নেয়। এরপর আরও ২৪ বছর পর ২০০৬ সালে চতুর্থ শিরোপা ঘরে তোলে ইতালি।

আর্জেন্টিনা-৩
বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত তিনটি শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। ১৯৭৮ সালের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ৩-১ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারায় তারা। এরপর মাত্র ৮ বছর পর ১৯৮৬ সালের আসরে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে আর্জেন্টাইনরা। সর্বশেষ কাতার বিশ্বকাপ ২০২২ এ মেসির নেতৃত্বে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

ফ্রান্স-২ 
১৯৯৮ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম শিরোপাটি জিতে ফ্রান্স। এরপর ২০১৮  সালে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ২য় এবং সর্বশেষ অনুষ্ঠিত ২০১৮ সালের ট্রফিও নিজেদের ঘরে তুলে নেন তারা।

উরুগুয়ে-২
বিশ্বকাপের ফাইনালে দুইবার পা রেখে দুইবারই শিরোপা জেতার স্বাদ পায় উরুগুয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আসরে ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ট্রফি জিতে যায় স্বাগতিক উরুগুয়ে।  ১৯৫০ সালের ওই আসরে তারা দ্বিতীয়বারের মতো জুলে রিমে ট্রফি জয় করে।

স্পেন-১ 
স্পেন দল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের একমাত্র শিরোপাটি জয় করে। ফাইনালে তারা নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে।

অবশেষে প্রতীক্ষা ২২তম আসরের ট্রফি যাবে কার ঘরে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের এই আসর। এবার ৮টি গ্রুপে মোট ৩২টি দল অংশ নিবে লড়াইয়ের প্রথম পর্বে। এখান থেকে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার আপ মিলিয়ে ১৬ দল খেলবে দ্বিতীয় পর্বে। তারপরে কোয়ার্টার ফাইনালে ৮, সেমিফাইনালে ৪ এবং সবশেষে ফাইনাল খেলবে ২ দল।

ইংল্যান্ড-১ 
নিজেদের আধুনিক বিশ্বকাপের আবিষ্কারক হিসেবে দাবি করলেও তারা তাদের একমাত্র শিরোপাটি অর্জন করে ১৯৬৬ সালের বিশ্বকাপে।

উল্লেখ্য, উরুগুয়েতে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয়। সেবার আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ট্রফি জিতে নিজেদের ঘরেই রেখে দেয় স্বাগতিকরা। সেই থেকেই এই ফুটবল বিশ্বকাপের যাত্রা।

এবি

Link copied!