Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিশ্বকাপ ট্রফি দেশে নিতে পারেনি আর্জেন্টিনা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২০, ২০২২, ১১:২৯ এএম


বিশ্বকাপ ট্রফি দেশে নিতে পারেনি আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে আজন্ম লালিত স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। যে বিশ্বকাপ শিরোপার জন্য ৩৬টা বছর অপেক্ষা করে ছিলেন আর্জেন্টাইনবাসী। স্বপ্নের সেই ট্রফিটা এনে দিয়েছে মেসিরা। এখন প্রতীক্ষা মেসির হাতে বিশ্বকাপ নিয়ে রাজপথে বিজয় মিছিল করা।

সেই মঞ্চই প্রস্তুত হচ্ছে দেশটিতে। জাতীর বীরদের ফেরার অপেক্ষায় তারা। তবে ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট পরলেও বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবে না মেসিরা।

আর্জেন্টিনা একা নয়, ফিফার নিয়মানুযায়ী বিশ্বকাপ জেতার পরেও ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না কোনও দলই। জয়ী দলকে ব্রোঞ্জের একটি প্রতিমূর্তি দেওয়া হয়। সেটিই থাকে তাদের কাছে। আসল ট্রফি চলে যায় সুইজারল্যান্ডের জুরিখে। সেখানে ফিফার বিশ্ব ফুটবল মিউজিয়ামে রাখা হয় ট্রফিটি। বিশ্বকাপের সময় এলে সংশ্লিষ্ট দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। বিশ্বকাপ শেষে আবার নিজের জায়গায় ফেরত যায় বিশ্বকাপ ট্রফি।

তবে আগে ফিফার নিয়ম ছিল কোনো দেশ তিন বার বিশ্বকাপ জিতলে তাদের আসল ট্রফিটি দিয়ে দেওয়া হবে। ১৯৭০ সালে তৃতীয় বার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আসল জুলে রিমে ট্রফি দেওয়া হয়েছিল পেলেদের। পরে ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর সেই ট্রফি চুরি হয়ে যায়। অনেক খোঁজার পরেও সেটা আর ফেরত পাওয়া যায়নি। ধারণা করা হয়, ট্রফির সোনা গলিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল সেটা। কারণ চুরি যাওয়ার কয়েকদিন পরে পাওয়া গিয়েছিল ট্রফির নিচের অংশটা যেটা কিনা সোনার নয়। সেই অংশটিও এখন রাখা আছে সুইজারল্যান্ডের ফুটবল মিউজিয়ামে। এই ঘটনার পর বিশ্বকাপে এসেছে নতুন ট্রফি।

এখনকার ট্রফিটা প্রথম দেওয়া হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু ১৯৮৩ সালে ট্রফি হারিয়ে যাওয়ার ঘটনার পর থেকে কোনও দেশকেই আসল ট্রফি নিয়ে যেতে দেওয়া হয় না। তাই ৩৬ বছর পর ট্রফি জিতেও মেসিরা নিয়ে যাবেন ‘নকল’ ট্রফি। যেটি আসল ট্রফির মতো দেখতে হলেও আসল ব্রোঞ্জের তৈরি একটি প্রতিমূর্তি।

কেএস 

Link copied!