Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

লিটনের পর দল পেলেন সাকিবও

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৩, ২০২২, ০৯:৩১ পিএম


লিটনের পর দল পেলেন সাকিবও

২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের ওপেনার লিটন দাসের পরে দলে পেয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও। যদিও প্রথম দফায় অবিক্রিতই ছিলেন তারা। তবে দ্বিতীয় দফায় দল পেয়েছেন তারা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তারা।

ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে লিটনকে ও দেড় কোটি রুপিতেই সাকিবকে দলে নিয়েছে কেকেআর। কোচিতে অনুষ্ঠেয় মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম দফা শেষে অবিক্রিত আছেন আফিফ হোসেন ও তাসকিন আহমেদ। নিলামে কোনো দলই তাদের প্রতি আগ্রহ দেখায়নি।

আইপিএলের নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় তাদের দুজন বাদ পড়েন।

সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। সাকিব ছাড়া বাকি তিনজনের ভিত্তিমূল ৫০ লাখ রুপি। আর ৫০ লাখ কমিয়ে সাকিবের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি।

এবি

Link copied!