স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২২, ১২:৪২ পিএম
স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২২, ১২:৪২ পিএম
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশি তিন ক্রিকেটার।
তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।
শুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি দুই তারকাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
সর্বশেষ আসরে ভালো করায় মুস্তাফিজুর রহমানকে রেখে দেয় (রিটেইন) দিল্লি ক্যাপিটালস।
এতে প্রথমবারের মতো একই আসরে আইপিএল মাতাবেন বাংলাদেশের তিনজন।
আগের বারের নিলামে দুইবারের ডাকেও অবিক্রিত থেকে ছিলেন সাকিব আল হাসান। ভিত্তিমূল্য কমিয়ে এবারেও প্রথম ডাকে দল পাননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
তবে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স।
সাকিবের মতোই নিলামের প্রথম ডাকে দল পাননি লিটন দাস। দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টেনেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে টেনেছে কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।
২০০৯ সালে মাশরাফির হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে। তাকে নিয়েছিল কলকাতা। পরের বছর আব্দুর রাজ্জাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ান্স নেয়। সেই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন। সাকিব কেবল টানা সুযোগ পেয়েছেন। তামিম ম্যাচ খেলার সুযোগও পাননি। এরপর মুস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। সেখানে এবার যোগ দিয়েছেন লিটন দাস।
এআই