Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২২, ০৬:৩৫ পিএম


বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। সীমিত ওভারের সিরিজটি হবে ঢাকা ও চট্টগ্রাম, এ দুই ভেন্যুতে। দুইটি সিরিজ খেলতে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ২০২৩ সালের ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে।

ইতিমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সময়সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরে আলাদা এক বিবৃতিতে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। 

১ মার্চ মিরপুরে প্রথম ওয়ানডের পর পরের ম্যাচটি হবে ৩ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৬ মার্চ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। চট্টগ্রামেই ৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়, ম্যাচগুলো হবে ১২ ও ১৪ মার্চ।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময়সূচি, ২০২৩

  • ১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর
  • ৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
  • ৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
  • ৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
  • ১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
  • ১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর

উল্লেখ্য, ২০১৬ সালে সর্বশেষ সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সেবার টেস্ট সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।

এআই 

Link copied!