Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বিদায়ের ঘণ্টা বাজলো রাসেল ডমিঙ্গোর

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২২, ১২:০০ পিএম


বিদায়ের ঘণ্টা বাজলো রাসেল ডমিঙ্গোর

বাংলাদেশের ক্রিকেটে একটি নাম একটি ইতিহাস হয়ে থাকবেন রাসেল ডমিঙ্গো। অনেক আলোচিত-সমালোচিত এক নাম। তার টিকে থাকা নিয়ে কখনো কোনো মঞ্চে আলোচনা হয় না। আলোচনা হয় তার বিদায় নিয়ে।

তিন বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটে কাজ করছেন তিনি। এ পর্যন্ত অনেকবারই তাকে প্রায় বিদায় করে দিয়েছিল অনেকে। কিন্তু এবার এলো ডমিঙ্গোর বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা। তিনি আর বাংলাদেশ দলের প্রধান কোচ পদে থাকছেন না।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান। ২০২১ সালে সে চুক্তি বাড়ানো হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।

এসএম

Link copied!