Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বার্সেলোনার বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৩, ০৭:০৮ পিএম


বার্সেলোনার বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

বার্সেলোনার বিরুদ্ধে নিয়ম ভেঙে ফুটবলার খেলানোর অভিযোগ তুলেছে একই শহরের আর একটি ক্লাব এস্প্যানিয়ল। তারা জানিয়েছে, আগের ম্যাচে রবার্ট লেভানডোফস্কি অবৈধভাবে খেলিয়েছে বার্সেলোনা। সেই ম্যাচ থেকে বার্সেলোনার পয়েন্ট কাড়ার দাবি জানিয়েছে তারা। বিশ্বকাপের বিরতি শুরু হওয়ার ঠিক আগের ম্যাচে লেভানডোফস্কিকে তিন ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল।

ওসাসুনার বিরুদ্ধে সেই ম্যাচে ৩০ মিনিটের মধ্যে দু’বার হলুদ কার্ড দেখেন লেভা। তার জন্য এক ম্যাচের শাস্তি। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে রেফারির প্রতি অশ্লীল অঙ্গভঙ্গির জন্য আরও দু’ম্যাচ শাস্তি দেওয়া হয় তাকে। তবে এস্প্যানিয়ল ম্যাচের ২৪ ঘণ্টা আগে বার্সেলোনা অনুমতি পায় লেভানডোফস্কিকে খেলানোর। পোলিশ তারকা সেই ম্যাচে খেললেও গোল করতে পারেননি।

দলও ড্র করে শেষ মুহূর্তে গোল খেয়ে। লেভানডোফস্কিকে খেলানো নিয়েই আপত্তি রয়েছে এস্প্যানিয়লের। তাদের দাবি, তিন ম্যাচের শাস্তি থাকা সত্ত্বেও কোন আইনবলে সেই ম্যাচে খেলার অনুমতি দেওয়া হল লেভানডোফস্কি। আরও দু’টি ম্যাচে তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা বলবৎ হবে কিনা, সেটাও জানতে চাওয়া হয়েছে। এখন দেখার বিষয় লা লিগা কর্তৃপক্ষ আদৌ কোনও শাস্তি দেয় কি না।

এবি
 

Link copied!