Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

নাসিরে আশ্রয় ঢাকা ডমিনেটর্সের

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৫, ২০২৩, ০১:৪৯ পিএম


নাসিরে আশ্রয় ঢাকা ডমিনেটর্সের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হতে বাকি মাত্র এক দিন। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে এসে নিজেদের দলের অধিনায়ক নির্ধারণ করল ঢাকা ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডমিনেটর্স। তারা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন জাতীয় দল থেকে দূরে থাকা তারকা ক্রিকেটার নাসির হোসেনকে।

আসন্ন বিপিএলে নিজেদের দল গুছানোর ক্ষেত্রে খুব বেশি বড় নাম নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে ভেড়াতে পারেনি ঢাকা। দলটির তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকাররা। এরমধ্যে তাসকিন ছাড়া বাকিরা দলের বাইরে রয়েছেন বেশ কিছুদিন ধরে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে শান মাসুদ, চামিকা করুণারত্নে, আহমেদ শেহজাদরা রয়েছেন দলে। তবে তাদের ওপর বিশ্বাস না রেখে বরং নাসিরকেই বেছে নিয়েছে ঢাকা ডমিনেটর্স। এদিকে নাসিরের ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিনকে।

নাসির সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে। ২০১১ সালে অভিষেকের পর থেকে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে মোট ১১৫ ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী নাসির। জাতীয় দলে খেলার সময়ে অনেক ম্যাচ একাই জিতিয়েছেন এই অলরাউন্ডার।

এবি

Link copied!