Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে লিটনের নতুন ইতিহাস

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৫, ২০২৩, ০২:৫৬ পিএম


টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে লিটনের নতুন ইতিহাস

দেশের ইতিহাসে প্রথম কোনো টেস্টে ব্যাটার হিসেবে সেরাদের মধ্যে ১১তম র্যাংকিংয়ে উঠে এসেছেন লিটন দাস। এর আগে তিনি ১২তম অবস্থানে ছিলেন।

আইসিসির সবশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে লিটন ৭০১ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। তার পেছনে আছেন উসমান খাজা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা। খাজার রেটিং পয়েন্ট ৭০০।

গত বছরটা ব্যাট হাতে দুর্দান্ত কাটিয়েছেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস। দেশের হয়ে নিজের ব্যাটে রানবন্যা বইয়ে ১৯২১ রান করে গড়েছেন বাংলাদেশের হয়ে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের রেকর্ড। বছর শেষে লিটন পেলেন বছরজুড়ে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরষ্কার।

এছাড়া তালিকায় এক ধাপ করে পিছিয়েছেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো এবং ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। বর্তমান এক ধাপ পিছিয়ে ১৫ নম্বরে রয়েছেন কোহলি।

সর্বশেষ র‍্যাংকিংয়ে টাইগার ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান দুজনই পিছিয়েছেন দুই ধাপ করে। বর্তমানে মুশফিক আছেন ২২তম স্থানে আর সাকিব ৪২তম স্থানে।

সর্বশেষ প্রকাশিত এই টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছেন অজি ব্যাটার মারনাস ল্যাবুশানে। তার পরের অবস্থানেই রয়েছেন অজি তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। আর তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

টিএইচ

Link copied!