Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্স

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৬, ২০২৩, ০২:২৭ পিএম


উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ শুরুর আগে টস জিতেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে চট্টগ্রাম প্রথমে ব্যাটিংয়ে নামবে।

শুক্রবার (৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হয়েছে।

সিলেট স্ট্রাইকার্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, কলিন অ্যাকারম্যান, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : আফিফ হোসেন, উসমান খান (উইকেটকিপার), মৃত্যুঞ্জয় চৌধুরী, মালিন্দা পুষ্পকুমারা, শুভাগত হোম (অধিনায়ক), দরবেশ রসুলি, মেহেদী মারুফ, উনমুক্ত চাঁদ, আল-আমিন, নিহাদুজ্জামান, মেহেদী হাসান রানা।

এবি

Link copied!