Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বিপিএল ২০২৩ 

ঢাকাকে ১১৪ রানের টার্গেট দিল খুলনা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৭, ২০২৩, ০৩:৫৭ পিএম


ঢাকাকে ১১৪ রানের টার্গেট দিল খুলনা

বিপিএলের নবম আসরের দ্বিতীয় দিনে শনিবার (৭ জানুয়ারি) মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটরস ও খুলনা টাইগার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘন কুয়াশার কারণে ৩০ মিনিট বিলম্বে শুরু হয়েছে ম্যাচটি। টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান তুলতে সক্ষম হয়েছে খুলনা।

ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে শারজিল খানকে হারায় খুলনা। পাকিস্তানি এই ব্যাটার ১১ বলে ৭ রান করেছেন। দলীয় ১৬ রানে ফিরেন ৪ রান করা মুনিম শাহরিয়ার। ষষ্ঠ ওভারে ১৫ বলে ৮ রান করে আরাফান সানির শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন তারকা ব্যাটার তামিম ইকবাল।

চারে নামা আরেক পাকিস্তানি ব্যাটার আজম খান শুরুটা ভালই করেছিলেন। ১২ বলে ১৮ রান করা সেই ব্যাটারকে বোল্ড করে দেন আরাফাত সানি। ৪৯ রানেই ৪ উইকেট হারায় খুলনা। 

এরপর মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি। অধিনায়কও বড় করতে পারেননি ইনিংসটা, ২৫ বলে ২৪ রানে নাসির হোসেনের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। সাইফউদ্দিন আউট হন ১৯ রান করে।

টিএইচ

Link copied!