Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বিপিএল ২০২৩ 

সাকিবের ঝোড়ো ব্যাটিং, বরিশালের সংগ্রহ ১৯৪

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৭, ২০২৩, ০৮:২৯ পিএম


সাকিবের ঝোড়ো ব্যাটিং, বরিশালের সংগ্রহ ১৯৪

বিপিএলের চতুর্থ ম্যাচে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং করেছে সাকিবের ফরচুন বরিশাল। ব্যাট হাতে বিপিএলে নিজের প্রথম ম্যাচেই ঝড় তুললেন সাকিব আল হাসান। ২৬ বলে হাঁকালেন ফিফটি, উইলো থেকে বেরিয়ে এলো ৩২ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস।

সাকিবের এই ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল। অর্থাৎ জিততে হলে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে করতে হবে ১৯৫।

সিলেট স্ট্রাইকার্সের পক্ষে টস করতে নামেন মুশফিকুর রহিম আর ফরচুন বরিশালের পক্ষে নামেন মেহেদি মিরাজ। টস জিতে আগে ব্যাটিং করার কথা জানায় মেহেদী মিরাজ। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে এগিয়ে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে আজ তাদের প্রতিপক্ষ ফুরচুন বরিশাল খেলতে নামছে নিজেদের প্রথম ম্যাচ।

ফরচুন বরিশাল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আনামুল হক বিজয়, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমদ, কামরুল ইসলাম রাব্বি, ইফতিখার আহমেদ, করিম জানাত হায়দার আলি ও চতুরাঙ্গা ডি সিলভা।

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।

টিএইচ

Link copied!