Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

ফরচুন বরিশালে বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৩, ২০২৩, ০২:৩৫ পিএম


ফরচুন বরিশালে বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দুই দিন বিরতির প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যলেঞ্জার্স ও ফরচুন বরিশাল।

শুক্রবার (১৩ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিং নিয়েছে চট্টগ্রাম।

এর আগের দুই ম্যাচে একটি করে জিতেছে চট্টগ্রাম-বরিশাল। হার দিয়ে শুরু করে দুই দলই ঘুরে দাঁড়িয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। এবার আফিফ-সাকিবদের এগিয়ে যাওয়ার পালা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : উসমান খান, ম্যাক্স ওডাউড, আফিফ হোসেন, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), শুভাগত হোম (অধিনায়ক), উনমুক্ত চাঁদ, বিজয়কান্ত , মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু জায়েদ, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান।

ফরচুন বরিশাল : চতুরাঙ্গ ডি সিলভা, এনামুল হক (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সাকিব আল হাসান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, কামরুল ইসলাম, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম।

এবি

Link copied!