Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

সহজ জয়ে মাশরাফিদের পাঁচে পাঁচ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৬, ২০২৩, ০৫:২৯ পিএম


সহজ জয়ে মাশরাফিদের পাঁচে পাঁচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পঞ্চম জয় তুলে নিলো সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। ১২৯ রানের টার্গেট ৪ বল হাতে রেখে টপকে যায় সিলেট। অন্যদিকে টানা তৃতীয় হারের লজ্জা পেতে হয়েছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সকে।

সাগরিকায় এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তোলে ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

ঢাকার ব্যাটসম্যানরা আগে ব্যাট করতে নেমেও চট্টগ্রামের মতো ব্যাটিং উইকেটে ব্যর্থ হয়েছেন। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক নাসিরের ব্যাট থেকে। এছাড়া উসমান গণি ২৭, আরিফুল হক ২০ এবং মোহাম্মদ মিথুন করেন ১৫ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের ওপেনার মোহাম্মদ হারিস ঝড়ো শুরু করেন। ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফিফটি পার্টনারশিপ গড়েন। শান্ত ২০ বলে ১২ রান করে ফিরলে ভাঙে জুটিটি।

হারিসও এরপর দ্রুত ফিরে যান। আউট হওয়ার আগে করতে পারেন ৪৪ রান। সিলেটের ইনফর্ম ব্যাটসম্যান জাকির ১ রানের বেশি করতে পারেননি।

এরপর ইমাদ ওয়াসিমের ধীর ব্যাটিংয়ে চাপে পড়ে যায় সিলেট। সঙ্গে দ্রুত দুই উইকেটও হারিয়ে ফেলে দলটি। তবে শেষদিকে থিসারা পেরেরা এবং আকবর আলী ২ ওভারে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। পেরেরা ২১ এবং আকবর ১০ রানে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর
টস: ঢাকা ডমিনেটর্স, ব্যাটিং
ঢাকা: ২০ ওভারে ১২৮/৭ ( উসমান ২৭, মুনাবিরা ১৭, মিঠুন ১৫, নাসির ৩৯, আরিফুল ২০; ইমাদ ৩/২০, রুবেল ১/২৫, আমির ১/৩৩, নাজমুল ১/২৭)
সিলেট: ১৯.২ ওভারে ১৩৪/৫ (হারিস ৪৪, মুশফিক ২৭, তিসারা ২১*, আকবর ১০*; নাসির ২/১৯, আরাফাত সানী ১/১৯, তাসকিন ১/১২)
ফল: সিলেট ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ইমাদ ওয়াসিম

কেএস 

Link copied!