ক্রীড়া ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৩, ০৫:১৯ পিএম
ক্রীড়া ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৩, ০৫:১৯ পিএম
বিশ্বকাপের পর চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার নতুন ক্লাবে অভিষেক ম্যাচের আগেই সিআরসেভেন মাঠে নামতে যাচ্ছেন মেসি-নেইমারদের পিএসজির বিপক্ষে।
যেখানে রোনালদোর হাতে থাকবে দলের নেতৃত্ব। ২০২০ সালের ডিসেম্বরের পর আবারো মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। তাই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে দুই তারকার সমর্থকদের মধ্যে। এবারের লড়াইটি হবে মরুর দেশ সৌদি আরবে। ম্যাচটির প্রতি সমর্থকদের আগ্রহ এমনটাই যে এ ম্যাচের একটি টিকিটের মূল্য উঠেছে ২৭ কোটি টাকা পর্যন্ত।
দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা ম্যাচটি আগামী বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফ্রান্সের ক্লাব পিএসজির বিপক্ষে সৌদি আরবের সেরা দুই ক্লাব আল হিলাল এবং আল নাসের সমন্বয়ে গড়া রিয়াদ অলস্টার একাদশ মুখোমুখি হবে। তারকায় ভরপুর এই ম্যাচটি দেখতে ফুটবল বিশ্বের প্রতিটি ভক্ত অপেক্ষা করছে। এই ম্যাচটি দেখা যাবে বেইন স্পোর্টস চ্যানেলে। তবে পিএসজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (যেমন- ফেসবুক, ইউটিউব) এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। আমেরিকার ফুবো টিভি লাইভ স্ট্রিম করবে।
এবি