Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

পেলান্টিতে গোল মিস নেইমারের!

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২০, ২০২৩, ১২:১৮ এএম


পেলান্টিতে গোল মিস নেইমারের!

ফুটবলের দুই মহাতারকা মুখোমুখি ৯০ মিনিটের মহারণে। এটা বলার আর অপেক্ষা রাখে না, কাদের নিয়ে কথা হচ্ছে। অবশেষে অপেক্ষার অবসান। সেটি হলো মেসি বনাম রোনালদো। সাথে খেলছেন এমবাপ্পে ও নেইমার। প্রথমার্ধে মেসির দেয়া বলে এমবাপ্পে গোল করতে না পরলেও নেইমার ভাগ্যের জোরে পেয়ে যায় দ্বিতীয় পেলান্টি। তবে পেলান্টিতে গোল মিস করে নেইমার।

এরআগে রোনালদো একটি পেলান্টিতে গোল দিতে সফল হন।  

আজ রাত ১১ টায় বৃহস্পতিবার ১৯ জানুয়ির সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

যে দলকে সৌদি অল স্টার একাদশ বলা হচ্ছে। ওই ম্যাচেই মুখোমুখি হতে চলেছেন মেসি এবং রোনাল্ডো। প্রথমার্ধে খেলা শেষে মেসি রোনালদোর দল ২-২ গোল এ ড্র তে আছে।

সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে এখনও একটি ম্যাচেও খেলা হয়ে ওঠেনি রোনাল্ডোর। তিনি আল নাসেরের জার্সি গায়ে চাপিয়ে খেলছেন।

খেলাটি বাংলাদেশের ট্রফিতে অ্যাপে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচের সরাসরি সম্প্রচার করছে। 

Link copied!