Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মেসির কাছে রোনালদোর পরাজয়

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২০, ২০২৩, ০১:০৫ এএম


মেসির কাছে রোনালদোর পরাজয়

শেষ হলো ফুটবলের দুই মহাতারকা মুখোমুখি ৯০ মিনিটের মহারণ। এটা বলার আর অপেক্ষা রাখে না, কাদের নিয়ে কথা হচ্ছে তা সবার জানা সেটি হলো মেসি বনাম রোনালদো।

সাথে খেলছেন এমবাপ্পে ও নেইমার। প্রথমার্ধে মেসির দেয়া বল এ এমবাপ্পে গোল করতে না পরলেও নেইমার ভাগ্যের জোরে পেয়ে যায় দ্বিতীয় পেলান্টি। তবে পেলান্টিতে গোল মিস করে নেইমার।

রোনালদোর দল প্রথমার্ধে ২-২ থাকলেও শেষ পর্যন্ত ৪-৫ এর গোলের ব্যবধানে জয় তুলে নেন বিশ্বখ্যাত মেসির দল পিএসজি।

আজ রাত ১১ টায় খেলাটি শুরু হয় খেলাটি। আর সেই খেলায় সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে এখনও একটি ম্যাচেও খেলা হয়ে ওঠেনি রোনাল্ডোর। তিনি আল নাসেরের জার্সি গায়ে চাপিয়ে খেলছেন।

খেলাটি বাংলাদেশের ট্রফিতে অ্যাপে সৌদি অল স্টার একাদশ বনাম পিএসজি-র ম্যাচের খেলাটি সরাসরি সম্প্রচার করা হয়।

Link copied!