Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের দুই ফুটবলার

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২১, ২০২৩, ০৫:০৯ পিএম


আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের দুই ফুটবলার

আর্জেন্টিনার তৃতীয় বিভাগ ফুটবল লীগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশী ফুটবলার তপু বর্মণ ও মাহমুদুল হাসান কিরণ। খেলার  প্রস্তাবনাটি ইতোমধ্যে আর্জেন্টিনার গণমাধ্যমেও এসেছে।

আর্জেন্টাইন গণমাধ্যম পাগিনা ১২ তপু ও কিরণের তৃতীয় বিভাগ লিগে খেলার প্রস্তাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তপুর বক্তব্য উদ্ধৃতও করেছে আর্জেন্টাইন মিডিয়া। দুই ফুটবলারের বর্ণনা ছাড়াও প্রকাশিত প্রতিবেদনে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থনের বিষয়টিও আলোচিত হয়েছে।

তপু ও কিরণ দুই জনই বসুন্ধরা কিংসের খেলোয়াড়। মার্চে আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের খেলা শুরু হবে। তপু ও কিরণ খেলার প্রস্তাব পেলেও এখনো আর্জেন্টিনার ক্লাবকে কিছু জানায়নি। তাদের বর্তমান বসুন্ধরা কিংসের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো দুইজনের প্রস্তাবের ব্যাপারে কিছু জানে না।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বাংলাদেশে বেশ আলোচনায় আর্জেন্টিনা ফুটবল দল। জুনে মেসিদের আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে)।

এআরএস

Link copied!