ক্রীড়া ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:৩৭ পিএম
ক্রীড়া ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:৩৭ পিএম
জানুয়ারির শুরু থেকেই চলছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল। ধীরে ধীরে দারুণ রোমাঞ্চ ছড়াচ্ছে শীতকালীন দলবদলের বাজার। সের্জিও বুসকেতসের সঙ্গে চুক্তি নবায়ন করবে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, সের্জিও বুসকেতসের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী বার্সেলোনা।
দুই পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বৃদ্ধি করতে চায় ক্লাবটি। চলতি মৌসুম শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন বার্সা অধিনায়ক। গুঞ্জন রয়েছে এমএলএসে যোগ দিতে পারেন তিনি। এদিকে বেলিংহ্যামকে পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে লিভারপুল।
স্কাই জার্মানির সংবাদ বলছে, বরুশিয়া ডর্টমুন্ডের জুড বেলিংহ্যামের জন্য মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। তবে এ দুই ক্লাবের মধ্যে দৌড়ে লিভারপুল এগিয়ে রয়েছে বলে জানিয়েছে স্কাই। অন্যদিকে ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কেতোর সংবাদ অনুযায়ী, ২০২০ ইউরো জয়ী জুভেন্তাস তারকা ফেদেরিকো কিয়েসার দিকে নজর দিয়েছে আর্সেনাল। লম্বা ইনজুরি থেকে কদিন আগেই ফিরেছেন এ তরুণ। খেলেছেন মাত্র ছয়টি ম্যাচ। কায়কেদোর জন্য ১০০ মিলিয়ন ইউরো চায় ব্রাইটন। বৃটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের সংবাদ অনুযায়ী, মোইসেস কায়কেদোর জন্য ১০০ মিলিয়ন ইউরো চেয়েছে ব্রাইটন।
গত সপ্তাহে এই মিডফিল্ডারের জন্য প্রস্তাব দিয়েছিল চেলসি যা প্রত্যাখ্যান করে দিয়েছে ব্রাইটন। অন্যদিকে বিয়েলসার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এভারটন। বৃটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলিমেইলের সংবাদ অনুযায়ী, নতুন ম্যানেজার হওয়ার বিষয়ে মার্সেলো বিয়েলসার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এভারটন। তবে প্রাথমিক আলোচনা শেষে তাদের স্কোয়াড খুব ধীর বলে জানিয়েছেন বিয়েলসা। জানুয়ারী ট্রান্সফার উইন্ডোতে স্কোয়াডে গতিময় খেলোয়াড় চেয়েছেন তিনি। এদিকে সাবেক কোচ স্যাম অ্যালার্ডিসকেও বিবেচনায় রেখেছে এভারটন।
এছাড়া বিকল্প হিসেবে আছেন ওয়েস্ট ব্রমের কার্লোস করবেরানও। অন্যদিকে জার্মান স্ট্রাইকার হাভার্টজকে বিক্রি করে দিবে চেলসি। ব্যয়ের ভারসাম্য বজায় রাখার জন্য খেলোয়াড় বিক্রি অর্থ সংগ্রহ করতে হবে চেলসিকে। যে কারণে এই গ্রীষ্মে কাই হাভার্টজকে বিক্রির তালিকায় রেখেছে ক্লাবটি। স্কাই জার্মানির প্রতিবেদন অনুযায়ী, ৫৩ মিলিয়ন পেলেই তাকে বিক্রি করে দিবে ব্লুজরা।
এবি