Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জিরোনার বিপক্ষে বার্সার কষ্টসাধ্য জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ০৫:৫৩ পিএম


জিরোনার বিপক্ষে বার্সার কষ্টসাধ্য জয়

গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল জাভির বার্সেলোনা। এরপর লিগ, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে’ মিলিয়ে ১৩ ম্যাচে অপরাজিত কাতালানরা। দলটির উড়ন্ত এই যাত্রার অন্যতম নায়ক ফ্রান্স ফরোয়ার্ড উসমান ডেম্বেলে।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে জিরোনার বিপক্ষে লিগ ম্যাচে ইনজুরিতে পড়েছেন দু’পায়ে সমান পারদর্শী বার্সার এই রাইট উইঙ্গার। ম্যাচের মাত্র ২৬ মিনিটের মাথায় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার বিকল্প হিসেবে নামতে হয় পেদ্রিকে। ওই পেদ্রির গোলে ম্যাচটি বার্সা ১-০ গোলে জিতেছে। ম্যাচ শেষে জানা গেছে, বাঁ-পায়ের উরুর ইনজুরিতে পড়েছেন ডেম্বেলে। মাঠ ছাড়ার সময়ও তাকে বাঁ-পায়ে কম ভর দিতে দেখা যায়। এরপর কোচ জাভিকেও ডাগ আউটে তিনি সমস্যাটা দেখান।

তার ইনজুরি কতটা গুরুতর তা পরিষ্কার করা হয়নি। তার ফেরা নির্ভর করছে তিনি কত দ্রুত সুস্থ হন তার ওপরে। সংবাদ মাধ্যম গোল ডট কম মনে করছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ডেম্বেলের ইনজুরিকে বার্সা কোচ জাভি ‘ধাক্কা’ হিসেবেই দেখছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ডেম্বেলে পার্থক্য গড়ে দেওয়ার মতো ফুটবলার। সে ইনজুরিতে পড়েছে, এটা দলের জন্য বড় ধাক্কা। সে উরুতে কিছুটা অস্বস্তি অনুভব করছে। লিগ টেবিলে শীর্ষে আছে বার্সা। কোপা দেল রে’র ম্যাচ আছে সামনে। এর মধ্যেই ডেম্বেলে ইনজুরিতে। এর আগে দলটির স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি ইনজুরি নিয়ে মাঠের বাইরে আছেন।

ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা, দুই স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড আনুস ফাতি এবং ফেরান তোরেসকে এবার তাই ওই শূন্যতা পূরণে এগিয়ে আসতে হবে। এদিকে শনিবার রাতে ১-০ গোলে শেষ হওয়া ম্যাচটি জিতে পয়েন্টের ব্যবধান ৬-এ নিয়ে গেল শীর্ষে থাকা বার্সা। গত ১৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারের পর থেকে অপরাজিত থাকা দলটির সংগ্রহ এখন ৪৭ পয়েন্ট। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। অবশ্য লস ব্ল্যাঙ্কোসরা এক ম্যাচ কম খেলেছে। শুরু থেকে বল দখল থেকে শুরু করে আক্রমণে অনেকটা এগিয়ে ছিল বার্সা। কিন্তু আক্রমণগুলো গোছানো না হওয়ায় গোলের দেখাই মিলছিল না।

কারণ নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি এবং স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। গোলশূন্য প্রথমার্ধ শেষে অবশ্য আক্রমণের মাত্রা বাড়ায় বার্সা। এরপর ৬১তম মিনিটে আসে কাঙ্খিত সাফল্যের দেখা। জর্দি আলবার ক্রসে বল পেয়ে ছয় গজ বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন বার্সার জার্সিতে শততম ম্যাচ খেলতে নামা পেদ্রি। পুরো ম্যাচে মাত্র দুইবার গোলমুখে শট নিতে পারা জিরোনা আছে পয়েন্ট তালিকার দ্বাদশ স্থানে। রেলিগেশন জোন থেকে মাত্র ৪ পয়েন্ট দূরে আছে তারা। ম্যাচে পরাজয়ের পাশাপাশি আরও বড় ধাক্কা খেয়ে দলটি। বার্সা মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের বিরুদ্ধে ফাউলের অভিযোগ তুলে প্রতিবাদ করায় দ্বিতীয়ার্ধের শেষদিকে তাকে লাল কার্ড দেখান রেফারি।

এবি

Link copied!