Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাথুরুসিংহেই টাইগারদের হেড কোচ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ৩১, ২০২৩, ০৭:৩৭ পিএম


হাথুরুসিংহেই টাইগারদের হেড কোচ

রাসেল ডমিঙ্গো বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছিল আবারও টাইগারদের কোচ হতে যাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই থেকেই শুরু হয় গুঞ্জন। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন। আগামী দুই বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশের হেড কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হাথুরুসিংহে।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেছেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন বলেন, আমরা যখন গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে যাই তখনই হাথুরুসিংহের সঙ্গে আলোচনা হয়েছিল। ব্যাপারটা হচ্ছে, আমরা আরও দুজনের সাথেও কথা বলেছি। এর মধ্যে থেকে আরও একজন বেছে নেওয়া যাবে। এখন শুধু প্রধান কোচটাই আমরা বেছে নিয়েছি। দুই বছরের জন্য আমরা তাকে নিয়েছি। এর আগে, ২০১৪ সালের জুনে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নেন। এরপর দায়িত্ব নেন নিজ দেশ শ্রীলঙ্কার। সেখানে খুব একটা ভালো সময় কাটেনি তার।

এরপর ২০২০ সালের দিকে ফিরে যান নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে। সেখান থেকেও এবার নিজের অধ্যায় চুকিয়ে নিলেন শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক এই অলরাউন্ডার। আবার নতুন করে নিলেন বাংলাদেশের দায়িত্ব। এর আগে গতকাল মঙ্গলবার হাথুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ান। নিউ সাউথ ওয়েলসের সঙ্গে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে।

এবি

Link copied!