Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিশ্বকাপে বাংলাদেশিদের উন্মাদনা নিয়ে অনুভূতি জানালেন মেসি

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১২:৪৩ পিএম


বিশ্বকাপে বাংলাদেশিদের উন্মাদনা নিয়ে অনুভূতি জানালেন মেসি

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসার কাতার বিশ্বকাপ শেষ হয়েছে দেড়মাস আগে তবে ক্রীড়া জগতের অন্যতম জনপ্রিয় আসরটিকে ঘিরে ঘটে যাওয়া নানা বিষয়ে এখনও আলোচনা চলছে।

বিশ্বকাপে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসিকে ঘিরে সারা বাংলাদেশে এত উন্মাদনায় অভিভূত হয়েছেন তিনি। এ প্রসঙ্গে কথা বলেছেন নিজ দেশের ওলে পত্রিকার সঙ্গে।

বাংলাদেশ প্রসঙ্গ আসতেই মেসি বলেন, ‘হ্যাঁ, আমি তাদের (বাংলাদেশের) সমর্থন দেখেছি। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, এটি সত্যিই দারুণ।’

বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনার সাধারণ মানুষ অনেক উপভোগ্য সময় কাটিয়েছে। ৩৬ বছরের শিরোপাখরা কাটানোয় তাদের মুহূর্তগুলো হয়ে ওঠে আরও রঙিন। এতে দুঃখ–দুর্দশা ভুলে এ সময়ে তারা শুধু ফুটবল নিয়ে ভাবতে পেরেছে। আর্জেন্টিনার সাধারণ মানুষদের নিয়ে এ কথা বলার পরই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গটি উঠে আসে।

এর আগে, বাংলাদেশি সমর্থকদের উদযাপন আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল দলের টুইটারেও জায়গা করে নেয়।

সে সময় বিশ্ব চ্যাম্পিয়ন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।‌’

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও এ দেশীয় সমর্থকরা ছিল বিশ্ব মিডিয়ার আলোচনায়।

এআরএস

 

Link copied!