Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৯:২৪ পিএম


নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। প্রথমার্ধে আঘাত পেয়ে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি অধিনায়ক শামসুন্নাহার। শেষ পর্যন্ত তিনি স্বাভাবিকভাবে দাঁড়াতে না পারায় তার বদলে আইরিনকে নামান কোচ। কিক অফের একটু পরই মিলল গোল। ব্যবধান দ্বিগুণ করা গোলও এলো দ্রুত। 

পাল্টা জবাব দিতে মরিয়া নেপালও পেল জালের দেখা। জমে উঠল সমমানের দুই দলের ম্যাচ। শেষ পর্যন্ত জয়ের হাসি সঙ্গী হলো বাংলাদেশেরই। গতকাল সন্ধায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। আকলিমা খাতুন দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। শেষ দিকে দলের জয় নিশ্চিত করেন শাহেদা আক্তার রিপা। ভারত ম্যাচের জন্য আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের মুখোমুখি বাংলাদেশ। 

এর আগে গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে ভারত। এই নেপালকে হারিয়েই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুতে সেই নেপাল প্রতিপক্ষ বলেই হয়ত গ্যালারিতে সমর্থকদের সরব উপস্থিতি। রুপনা-ইতিরা মাঠে নামতে হর্ষোল্লাসে মেতে উঠল গ্যালারি। কিক অফের পর ঘড়ির কাঁটায় ২ মিনিট ২০ সেকেন্ডে গোলের আনন্দে নেচে ওঠার উপলক্ষও মিলে গেল। শাহেদা আক্তার রিপার লং পাস ধরে গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করলেন আকলিমা খাতুন। ব্যবধান দ্বিগুণ করা গোলের দেখা মেলে ত্রয়োদশ মিনিটে। ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে না পারলে বুদ্ধিদ্বীপ্ত শটে সুযোগ কাজে লাগান অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।

২৪তম মিনিটে কর্নার ক্লিয়ার করলেও বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি বাংলাদেশ। বক্সে ফাঁকায় ছিলেন মনমায়া দামাই। নেপালের এই ফরোয়ার্ডের কোনাকুনি শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। অপ্রস্তুত গোলরক্ষক রুপনা চাকমা পারেননি আটকাতে। এই গোলের পর থেকে বাংলাদেশের দাপট যেন একটু একটু করে কমতে থাকে। প্রথমার্ধের শেষ দিকে নেপালের সাবিনা চৌধুরীর চার্জে পড়ে যান অধিনায়ক শামসুন্নাহার। মাঠের পাশে বেশ কিছুক্ষণ চিকিৎসা নিতে দেখা যায় তাকে। দ্বিতীয়ার্ধে আর নামতে পারেননি তিনি। বদলি নামেন আইরিন খাতুন। যদিও প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না কোনো দলই। কিন্তু আক্রমণ, পাল্টা আক্রমণে দুই দলের লড়াই ছিল উপভোগ্য। 

৫৩তম মিনিটে আফিদা খাতুনের দারুণ লম্বা ফ্রি কিক অনেকটা লাফিয়ে আটকান নেপাল গোলরক্ষক। এরপর থেকে খেলা যেন মাঝমাঠ ও এর আশপাশেই হতে থাকে। এক-দুবার বক্সে কাঁপন ধরিয়েছে বাংলাদেশ, কিন্তু ফরোয়ার্ডরা ঠিকঠাক জায়গায় না থাকায় মেলেনি গোল। মাত্র এক গোলের ব্যবধান নিয়ে শঙ্কার দোলাচলে কিছুটা দুলতে থাকা বাংলাদেশ শিবিরে স্বস্তির সুবাতাস বইয়ে দেন রিপা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বক্সের একটু বাইরে থেকে দারুণ শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। তাতে ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায় নেপালের। আর ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এবি

Link copied!