Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কে সব ফুটবল ম্যাচ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১০:১৯ এএম


ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কে সব ফুটবল ম্যাচ স্থগিত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে সোমবার ((৬ ফেব্রুয়ারি) ভোরে শক্তিশালী ভূমিকম্পের পর প্রাণহাণির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ হাজারে। স্মরণকালের অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পের কারণে তুরস্কের সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।

দেশটির ফুটবল ফেডারেশন টুইটারে এই ঘোষনা দিয়েছে। এ সময় ফেডারেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। 

সোমবার টার্কিশ লিগের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। এর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ফেনারবাচের কোনিয়াসপোরের বিরুদ্ধে হোম ম্যাচটিও রয়েছে। আগামী শুক্রবার থেকে পুনরায় সবগুলোর লিগ শুরু হবে বলে ফেডারেশন জানিয়েছে।

গত এক শতাব্দীর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭.৮। স্থানীয় সময় সোমবার ভোর সোয়া চারটার দিকে আঘাত হানে এটি।

এআরএস

Link copied!