Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:১৯ পিএম


ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক

তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তুর্কি ক্লাব ইয়েনি মালাতিয়াস্পোর গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব।

রোববারের ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে চাপা পড়েন তুর্কাসলান। পরে মৃত অবস্থায় এই গোলরক্ষককে উদ্ধার করা হয়।

২০২১ সালে তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতিয়াস্পোরে যোগ দেন তিনি। ক্লাবটির জার্সি গায়ে ছয় বার গোলপোস্ট সামলাতে মাঠে নামেন এই গোলরক্ষক। আহমেত ইয়ুপের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশটির ফুটবল অঙ্গনে।

উল্লেখ্য, গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় তুরস্কে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮৯৪ জনের। আর সিরিয়ায় মারা গেছেন এক হাজার ৯৩২ জন। হতাহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এআরএস

Link copied!