Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মাশরাফিকে নিয়ে একটা শব্দই বলব, তিনি কিংবদন্তি: আমির

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১০:৩৪ এএম


মাশরাফিকে নিয়ে একটা শব্দই বলব, তিনি কিংবদন্তি: আমির

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ আমির। কিন্তু মাশরাফি বিন মর্তুজার ডাকে আবার বাংলাদেশে ফিরে আসেন একটি ম্যাচ খেলতে।

প্রথম কোয়ালিফয়ার নিশ্চিত করতে সিলেট স্ট্রাইকার্সের গতকাল জেতাই লাগতো। খুলনা টাইগার্সকে পাত্তা না দিয়ে সিলেট জয় পেয়েছে ৬ উইকেটে। যে জয়ে ভূমিকা রেখেছেন আমির। ৪ ওভারে ৩২ রানে পেয়েছেন ১ উইকেট। আমিরের সঙ্গে ইমাদ ওয়াসিমকেও উড়িয়ে এনেছিল সিলেট। ১০ রানে ২ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার সিলেটের জয়ের নায়ক।

গোটা দলের পেশাদারিত্ব ও অধিনায়ক মাশরাফির নেতৃত্বে রীতিমত মুগ্ধ আমির। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলা আমির তাকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ‘মাশরাফিকে নিয়ে একটা শব্দই বলব, তিনি কিংবদন্তি। অন্তত বাংলাদেশে তার সাথে কারো তুলনা নেই, মিলে না।’
বিপিএলে বেশ ভালো সময় কেটেছে আমিরের। ১১ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন ৬.১৩ ইকোনমি রেটে। এক ম্যাচ বেশি খেলা নাসির ১৬ উইকেট নিয়ে রয়েছেন তার উপরে।

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল। আমির খেলবেন করাচি কিংসের হয়ে। বিপিএলের পারফরম্যান্স সেখানে খুব কাজে আসবে বলার অপেক্ষা রাখে না।

এবি

Link copied!