Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করলো আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০১:১৩ পিএম


বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করলো আয়ারল্যান্ড

আগামী মার্চ মাসে সাকিব-তামিমরা ব্যস্ত সময় পার করবে। কেননা মাসের শুরুতেই ইংল্যান্ড সিরিজ শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলে চলে যাবে ইংল্যান্ড দল এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের।

প্রথম বারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আইরিশরা।  নিজেদের পূর্ণশক্তি নিয়েই বৃহস্পতিবার বাংলাদেশ সফরের দল ঘোষণা করে দিয়েছে দেশটি। এর আগে আয়ারল্যান্ড ২০০৮ সালে বাংলাদেশে এসেছিল। সেবার কেবল তিনটি ওয়ানডে খেলেছিল দুই দল।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ১ মার্চ শুরু হয়ে চলবে ১৪ মার্চ পর্যন্ত। এরমধ্যেই আগামী ১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। 

১৮ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথমটি ২৭ মার্চ, দ্বিতীয়টি ২৯ মার্চ ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।

এরপর ৪-৮ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল। এদিকে বাংলাদেশের পর শ্রীলঙ্কা সফর করবে আইরিশারা। তাই এদিন একই সঙ্গে লঙ্কা সফরের দলও ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।

ওয়ানডে স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

টি-টোয়েন্টি স্কোয়াড : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, রস এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

টেস্ট স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জ্যামস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

এআরএস

Link copied!