Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

বিপিএলে রংপুরকে হারিয়ে দ্বিতীয় কুমিল্লা

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৫:৪৫ পিএম


বিপিএলে রংপুরকে হারিয়ে দ্বিতীয় কুমিল্লা

রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেই প্লে-অফ নিশ্চিত করে। শুক্রবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল। সেই লড়াইয়ে রংপুরকে ৭০ রানে হারিয়ে দ্বিতীয় হলো কুমিল্লা। 

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের মধ্য দিয়ে রোববার প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট সিক্সার্সকে প্রতিপক্ষ হিসেবে পেল কুমিল্লা। 

একই দিনে রংপুর খেলবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে। সেই খেলায় যারা হারবে তারা বিদায় নেবে। 

তবে যারা জিতবে তারা সিলেট-কুমিল্লার মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। সেই ম্যাচে যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে ওঠা দলের সঙ্গে ট্রফি লড়াইয়ে অংশ নেবে ১৬ ফেব্রুয়ারি। 

এবি

Link copied!