Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

শেষ দিকে বিপিএল মাতাতে আসলেন মঈন আলি

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১১:৩৩ এএম


শেষ দিকে বিপিএল মাতাতে আসলেন মঈন আলি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা চারে থাকা দলগুলো ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে। পাকিস্তানি ক্রিকেটারদের ২ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়ার নির্দেশ দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। যদিও অনুমতি নিয়ে ১০ তারিখ পর্যন্ত কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন। তবে ১০ ফেব্রুয়ারির ম্যাচ খেলে মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের বিমান ধরেছেন। এরপরই শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা শিবিরে নতুন করে যোগ দিয়েছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলি।

কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতি দিয়ে মঈনের ঢাকা ফেরার খবর নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার গণমাধ্যমে কুমিল্লার সহকারী কোচ হুমায়ন কবীর রিজওয়ানের বদলি হিসেবে যে মঈন আলি ফিরছেন সে তথ্য নিশ্চিত করেছিলেন।

কুমিল্লার সাপোর্ট স্টাফের সেই সদস্য বলেছিলেন, ‘কালকে খেলার পর চলে যাবে রিজওয়ান। তার বিকল্প হিসেবে মঈন আলি আসবে। আগামী দু-একদিনের মধ্যে ইংল্যান্ডের এই অলরাউন্ডার আমাদের দলে চলে আসবে।’

রিজওয়ান ছাড়াও বিপিএলে কুমিল্লার হয়ে এবারের মৌসুমে মাঠ মাতিয়েছেন খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ এবং হাসান আলী। এছাড়া টুর্নামেন্টের বাকি অংশের ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।

কেএস 

Link copied!