Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

ম্যাচ হারায় সাকিবের বিরুদ্ধে পোস্ট, বরিশালের দুঃখ প্রকাশ

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১১:০৭ এএম


ম্যাচ হারায় সাকিবের বিরুদ্ধে পোস্ট, বরিশালের দুঃখ প্রকাশ

বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে ফরচুন বরিশাল একটি পোস্ট দিয়েছে। যদিও তা কিছুক্ষণের মধ্যে সরিয়ে নিয়েছে তারা। সেইসঙ্গে বিবৃতি দিয়ে এই পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি।

রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে ফরচুন বরিশাল।

ম্যাচ শেষে ফরচুন বরিশালের পেজ থেকে সাকিবের বিরুদ্ধে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে বলা হয়, বিপিএলে দারুণ ফর্মে থাকার পরও আপনি ব্যাটিংয়ে নামেননি। তার বদলে যোগ দেওয়া রাজাপাকসেকে ক্রিজে পাঠিয়েছেন। আগের ম্যাচে ভালো খেলা ডোয়াইন প্রিটোরিয়াসকেও মাঠে পাঠাননি। ফলে এই হারের দায় এড়াতে পারবেন?’

পোস্টে আরও বলা হয়, দলের বোলাররা সামর্থের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। তারপরেও হার দেখতে হয়েছে। এই হারের কারণ আপনার ভুল ব্যাটিং রোটেশ সিস্টেম।

এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে দেওয়া হয়। এরপর দলের মিডিয়া ম্যানেজার সংবাদমাধ্যমে একটি লিখিত বিবৃতি দেন। সেই সঙ্গে ফেসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করে দলটি।


বিবৃতিতে বলা হয়, ফরচুন বরিশাল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ভুলবশত একজন অ্যাডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিল। এই বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে এবং এটি হতাশাজনক। যে ব্যক্তি এই পোস্ট দিয়েছেন তাকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

Link copied!