ক্রীড়া প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৮:৩৩ পিএম
ক্রীড়া প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৮:৩৩ পিএম
বসুন্ধরা কিংস ম্যাচের বিবর্ণতা কাটিয়ে জ্বলে উঠল আক্রমণভাগ। হ্যাটট্রিক উপহার দিলেন ফয়সাল আহমেদ ফাহিম ও এলিটা কিংসলে। তলানির দল উত্তরা এফসির জালে গোল উৎসব করল আবাহনী। চলমান লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের খেলা চলছে। শুক্রবার তিন বড় দলের ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। ময়মনসিংহ স্টেডিয়ামে উত্তরা এফসিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। মুন্সিগঞ্জে রহমতমগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারাতে ঘাম ছুটে গেছে মোহামেডানের। রাজশাহীতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছে ফর্টিস একাডেমি।
১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। শীর্ষে থাকা কিংসের চেয়ে ৯ পয়েন্ট পেছনে মারিও লেমোসের দল। ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শেখ জামাল। জয়ে ফেরা মোহামেডান ১২ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। বলের নিয়ন্ত্রণ রেখে সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারছিল না আবাহনী। পিটার এনওরাহ, কিংসেলেরা লক্ষ্যভ্রষ্ট শটে বাড়াচ্ছিলেন হতাশা। অবশেষে ৩৫তম মিনিটে এগিয়ে যায় আবাহনী। সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেওয়া এনওরাহ বাই লাইনের একটু উপর থেকে বক্সে বল বাড়ান। ডান পায়ের নিখুঁত শটে জালে খুঁজে নেন ফাহিম।
দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় আবাহনী। ৫৩তম মিনিটে আলমগীর মোল্লার ক্রসে গোলমুখে অরক্ষিত কিংসলে হেডে বল জালে জড়ান। ৫৭তম মিনিটে সতীর্থের থ্রæ পাস ধরে ফাহিম ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন। এক ডিফেন্ডারকে কাটানোর পর আগুয়ান গোলরক্ষক আজাদ হোসেনের বাধা ডিঙিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। রক্ষণের চিড় কোনোভাবেই মেরামত করতে পারছিল না উত্তরা এফসি। গোলেও তাই রাশ টানতে পারেনি তারা। ৬১তম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের ক্রসে আগের মতোই বক্সে অরক্ষিত কিংসলে হেডে লক্ষ্যভেদ করেন।
তিন মিনিট পর বাইলাইনের উপর থেকে এনওরাহর কাট ব্যাকে নিখুঁত শটে ব্যবধান আরও বাড়ান জীবন। বক্সে জীবনও ছিলেন একেবারেই ফাঁকায়। ৭৯তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস সুযোগ পেলেও ক্লিয়ার করতে পারেনি উত্তরা এফসির রক্ষণভাগ। আলগা বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণের আনন্দে মাতেন ফাহিম। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক করেন কিংসলেও। মুন্সিগঞ্জে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সপ্তম মিনিটে কর্নার থেকে হেডে দলকে এগিয়ে নেন শাহরিয়ার ইমন।
বাকিটা সময় এই গোলটি আগলে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো জার্সিধারীরা। রাজশাহীতে ১৯তম মিনিটে বড় ধাক্কা খায় ফর্টিস। লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন আমিরউদ্দিন শরিফি। কিন্তু চার মিনিট পর শাহীন আহাম্মদের গোলে এগিয়ে যায় তারাই। এই গোলটি আগলে রেখে জয়ের ঘ্রাণও পেতে শুরু করেছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নদির মাললিয়ানোভের গোলে হার এড়ায় শেখ জামাল।