Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আগামীকাল থেকে পাওয়া যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকেট

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৪:০১ পিএম


আগামীকাল থেকে পাওয়া যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকেট

আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে পাওয়া যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকেট। লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে হবে ক্রিকেট প্রেমীদের। অনলাইনে টিকেট কেনার সুযোগ থাকছে না।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে ১ মার্চ থেকে। যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) টিকিটের মূল্যতালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোট ৫ ক্যাটাগরিতে টিকিট কিনতে পারবেন সমর্থকরা।  টিকিট পাওয়া যাবে মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। মিরপুর শেরেবাংলায় গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ১৫০০ টাকা, ভিআইপি ১০০০, ক্লাব হাউস ৫০০ টাকা, সাউথ স্ট্যান্ড ৩০০ ও ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

এবি

Link copied!