Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ টিকিটে ভুল পতাকার ছবি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৫:০০ পিএম


বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ টিকিটে ভুল পতাকার ছবি

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের টিকেটে ছাপা হয়েছে ভুল পতাকার ছবি। আগামীকাল শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের টিকিটে ইংল্যান্ডের জায়গায় গ্রেট ব্রিটেনের পতাকার ছবি ছাপানো হয়েছে।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি এই মাত্রই জানতে পেরেছি এটা। কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকার ছবি, খোঁজ নিয়ে দেখছি।’

টিকিটে বাংলাদেশের পতাকার পাশাপাশি যে পতাকা ছাপানো হয়েছে, সেটি মূলত যুক্তরাজ্যের। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশ মিলে হয় যুক্তরাজ্য।

অলিম্পিকে যুক্তরাজ্য হিসেবে অংশ নিলেও ক্রিকেটে ইংল্যান্ড আলাদা দল হিসেবেই খেলে। ইংল্যান্ডের পতাকায় থাকে শুধু লাল ও সাদা রং।

টিকিটে বিসিবির এমন ভুল অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের এক ম্যাচের টিকিটে ‘বাংলাদেশ’ বানানটাই ছিল ভুল।

এআরএস

Link copied!