Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

রোনালদোর সামনেই বললেন মেসিই সেরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ৬, ২০২৩, ০৫:১৫ পিএম


রোনালদোর সামনেই বললেন মেসিই সেরা

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল আল বাতেনের বিপক্ষে দল তখন পিছিয়ে ১-০ ব্যবধানে। মধ্য বিরতির সময় টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে সময়ে  ক্ষুদে এক সমর্থক টিপ্পনী কাটেন পর্তুগিজ তারকাকে। তবে বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ক্ষুদে সেই সমর্থক রোনালদোকে দেখে চিৎকার করে বলেন, মেসিই সেরা। রোনালদো কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে স্বাভাবিকভাবে হেঁটে যান।

প্রসঙ্গ ঘুড়িয়ে পাশে থাকা ক্লাব কর্মকর্তাকে বলতে থাকেন, এটা খুব সহজ একটি ম্যাচ। অবশ্যই এটা খুবই সহজ একটি ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় আল নাসর। নির্ধারিত সময়ে পিছিয়েই ছিল তারা। নিজেদের তিনটি গোলই তারা দিয়েছে ম্যাচের যোগ করা সময়ে। যদিও রোনালদো এ ম্যাচ গোল পাননি। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে আল নাসর। গত এক যুগেরও বেশি সময় ধরে মেসির সঙ্গে সমান পাল্লায় লড়াই করেছেন রোনালদো।

প্রতিনিয়ত একে অপরকে ছাপিয়ে যেতেন। কে সেরা প্রশ্নে তর্ক-বিতর্কের ঝড় উঠে যেতো সমর্থকদের মধ্যেও। কিন্তু কাতার বিশ্বকাপ জিতে রোনালদোর চেয়ে ঢের এগিয়ে যান মেসি। এদিকে, সৌদি প্রো লিগে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ফিরেছেন চেনা ছন্দে। গেল ফেব্রুয়ারিতে ৪ ম্যাচে করেছেন ৮ গোল ও ২টি অ্যাসিস্ট। তাতে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতে নিয়েছেন ৩৮ বছর বয়সী এ তারকা।

এবি

Link copied!