Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ৪, ২০২৩, ১১:০৪ এএম


টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ এই তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

টসে হেরে যাওয়া বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন, উইকেট থেকে কিছুটা হলেও সাহায্য পাবেন পেসাররা।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ
মুরে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটকিপার), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

আরএস

Link copied!