Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

আয়ারল্যান্ড সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ৯, ২০২৩, ০৭:৫০ পিএম


আয়ারল্যান্ড সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। তবে চোটের কারণে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। আগামী  ৯, ১২ এবং ১৪ মে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

এআরএস

Link copied!