Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফিফার নিষেধাজ্ঞা ত্রুটিপূর্ণ: সোহাগ

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১৫, ২০২৩, ০৪:২২ পিএম


ফিফার নিষেধাজ্ঞা ত্রুটিপূর্ণ: সোহাগ
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। ফুটবলীয় কর্মকাণ্ডে আগামী দুই বছর নিষিদ্ধ থাকছেন সোহাগ। শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

নিষিদ্ধ হওয়ার ফিফার নিষেধাজ্ঞাকে ভুল বলছেন সোহাগ। সেইসঙ্গে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবেন তিনি।

শনিবার (১৫ এপ্রিল) সোহাগের আইনজীবীর প্যাডে দেওয়া এক বিবৃতিতে ফিফার আনা তিনটি অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন। এছাড়াও ফুটবল ফেডারেশনের সম্মানহানির চেষ্টা বলেও দাবি তার।

ফিফার ইন্ডিপেন্ডেন্ট এথিকস কমিটির বিচারিক চেম্বারের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি ধারা ভেঙ্গেছেন সোহাগ। এই তিনটি ধারা হলো- ধারা ১৫ (সাধারণ কর্তব্য), ধারা ১৩ (আনুগত্যের দায়িত্ব) ও ধারা ২৪ (জালিয়াতি ও মিথ্যাচার)।

আর তাই ২ বছরের নিষেধাজ্ঞা ও বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয় সোহাগের।  

এআরএস

Link copied!