Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সৌদিতে পরিবারসহ ঈদ উদযাপন করলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২১, ২০২৩, ০৫:১৭ পিএম


সৌদিতে পরিবারসহ ঈদ উদযাপন করলেন মাশরাফি

সৌদি আরবে পরিবারসহ পবিত্র ওমরাহ পালন শেষে ঈদুল ফিতর উদযাপন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির সহধর্মিণী সুমনা হক সুমি স্বামী সন্তানদের সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ঈদ মোবারক।

এর আগে গত সোমবার হজ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফি। তবে কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএলে) মাশরাফি খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মাশরাফি। তার নেতৃত্বাধীন দল রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগের খেলা।

এআরএস

Link copied!