Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

যে কারণে লিটনকে বাদ দিল কলকাতা

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ২৫, ২০২৩, ০১:৫১ পিএম


যে কারণে লিটনকে বাদ দিল কলকাতা

আইপিএল যাত্রার শুরুটা সুখকর হয়নি লিটন দাসের। দুই ম্যাচ ডাগআউটে কাটানোর পর একাদশে জায়গা পেয়ে সেই সুযোগ তিনি হেলায় নষ্ট করেছেন ব্যাটিং ব্যর্থতা ও বাজে কিপিংয়ে। আর এরপরই বদলে যায় দৃশ্যপট। কেকেআর সমর্থকদের রোষানলে পড়েন টাইগার এই উইকেটকিপার ব্যাটার।

নিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে আউট হন লিটন। আরও বড় হতাশার দৃশ্য তিনি উপহার দিয়েছেন উইকেটকিপিংয়ে। দিল্লির বিপক্ষে অন্তত দুটি সহজ স্টাম্পিং মিস করেন। এরপরই রীতিমতো কেকেআর সমর্থকদের রোষানলে পড়েছেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার।

এক ম্যাচে খেলিয়েই লিটনকে বাদ দেওয়া নিয়ে কম আলোচনা হচ্ছে না। টাইগার ব্যাটারকে নিয়ে কলকাতা কর্তৃপক্ষ সরাসরি কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচে লিটন এতটাই খারাপ উইকেটকিপিং করেছিলেন যে, তাকে বাদ দিতে বাধ্য হয়েছে কেকেআর। সমর্থকদের কেউ কেউ দিল্লির বিপক্ষে হারের জন্য লিটনের বাজে উইকেটকিপিংকেই দুষছেন।

ইনিংসের ১৮ তম ওভারের দ্বিতীয় বলে বরুণ চক্রবর্তীকে এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন দিল্লির ললিত যাদব। লিটনের সামনে সুযোগ ছিল স্ট্যাম্পিংয়ের। তবে হেলায় সেই সুযোগ হাতছাড়া হয়। বল হাতে রাখতে পারেননি, স্টাম্পও ভাঙতে পারেননি। পরের ওভারে আরও একবার স্টাম্পিং মিস করেন লিটন।

এইচআর

Link copied!